দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হোমনা উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন আবু বকর সিদ্দিক লিটু


হোমনা প্রতিনিধিঃ শ্রীমদ্দি গ্রামসহ হোমনা উপজেলার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতার প্রত্যাশা করে হোমনা সদর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম প্রকৌশলী আবদুল জলিল সাহেবের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু বকর সিদ্দিক লিটু বলেন, আমি রাজনীতি করতে আসি নাই, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হোমনা উপজেলার সার্বিক উন্নয়ন প্রয়োজন। আমার সুযোগ আছে হোমনার উন্নয়নে সহযোগিতা করার। আর এ উন্নয়নের জন্য আমি সকলের সহযোগিতা চাই। সবার সহযোগিতা পেলে উন্নয়ন কাজ করা সহজ হবে।গতকাল মঙ্গলবার শ্রীমদ্দি ঈদগাহ মাঠে
শ্রীমদ্দি গ্রামসহ হোমনা উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হোমনা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল বারেকের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদ মোল্লার পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. হানিফ মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. সফিকুল ইসলাম সরকার, হাজী আবুল কাসেম মাস্টার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইজদ্দিন সাজু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. ইয়া মুসা, প্রভাষক মো. হুমায়ুন কবির, এড. মানিক মিয়া,জামায়াত নেতা কাজী ইব্রাহিম, পৌর কাউন্সিলর আবদুল মোন্নাফ, ডুবাই প্রবাসি মো. মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর শির মিয়া, পৌর যুবদলের সেক্রেটারী মো. মাইনুদিন, মো. শাহাবুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর সদস্য সচিব মো. রিয়াজুল হকপ্রমুখ। সমাবেশে শ্রীমদ্দি ও চরের গাঁ গ্রামের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।