রাজারহাটে মাছ ধরার অবৈধ রিং জাল জব্দ


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ ধরার অবৈধ রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।
বুধবার ২১ মে দুপুরে উপজেলার চাকিরপশার বিলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশাদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় দুই লক্ষাধিক টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে দেন কর্মকর্তাগণ। এসময় তারা বলেন উপজেলার মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান অব্যহত রাখবে। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশাদুল হক সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, উপজেলার বিভিন্ন নদী নালায় বাঁধ নির্মাণের মাধ্যমে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরার বার তৈরি করা হয়েছে। এসব বার দ্রুত অপসারণ করতে হবে, অন্যথায় উপজেলা প্রশাসন আইনী ব্যবস্থা গ্রহণ করবে।