পাঁচবিবিতে কোকতারা ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদকের নীল ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই, এ বিশ্বাস নিয়ে আজ ৩১শে ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে কোকতারা ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সারাদিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হোসেন আবু। বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মোঃ শামীম হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী মাস্টার,থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল প্রমুখ।
শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।