রাজারহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তোমার আমার বাংলাদেশ,ভোট দিব মিলেমিশে,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ২ মার্চ সকালে অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়, র্যালিটি রাজারহাট উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজারহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সুপ্ত করিমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। তিনি তার বক্তব্যে বলেন, ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে। আর প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। মৃত, ভোটারদের বাদ দিয়ে নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আসাদুজ্জামান, উপজেলার ইঞ্জিনিয়ার সোহেল রানা, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল সৈকত, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।