মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
ফরহাদ খান, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায়  সেনাবাহিনী ও পুলিশের অভিযানে একটি পাইপগান, গুলি এবং বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ তিনজন আটক করা হয়েছে। সোমবার (৫ মে) ভোরে জাহিদ শেখের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় কলাবাড়িয়া চরকান্দিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখকে (৪০) গ্রেফতার করা হয়।

এ অভিযানে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি বল্লম, দু’টি ছ্যানদা (ধারালো দা), তিনটি চায়নিজ কুড়াল, পাঁচটি টেটা, সাতটি চাপাতি ও দশটি রামদা উদ্ধার করা হয়।

কালিয়া সেনা ক্যাম্প জানায়, গোয়েন্দা সূত্রে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল যে; আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া এলাকায় কয়েকটি স্থানীয় গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছে। অস্ত্রের মহড়া, হুমকি ও সংঘর্ষের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। রোববার গভীর রাতে শুরু হওয়া এ অভিযান সোমবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদসহ আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ওই এলাকার সন্দেহভাজন মাহবুবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালিত হবে, যা সমাজে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানায় সেনাবাহিনী।

নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন