বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ


মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং-১৯৫৬) নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৫ টায় খনি কম্পান্ডের ভিতরে অবস্থিত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম ও মোঃ আব্দুর রাজ্জাক। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খনির সাধারণ শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-১৯৫৬) এর “সাধারণ নির্বাচন-২০২৫” গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন ইউনিয়নের লাগাতার সভাপতি আবুল কাশেম শিকদার। এছাড়া ভোটের মাধ্যমে মোঃ আব্দুল ওয়াহেদ সহ-সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, মোঃ আব্দুর নুর শাহিন সহ- সাধারণ সম্পাদক ও মোঃ মোহসীন আলী অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন।