বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

সৈয়দপুরে দোকানে তালা ভেঙ্গে ৭ লাখ টাকা চুরি

সৈয়দপুরে দোকানে তালা ভেঙ্গে ৭ লাখ টাকা চুরি

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরে পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ গজের মধ্যেই দোকানের সাটারের তালা ভেঙ্গে ৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৭ টায় শহীদ ডাঃ জহুরুল হক সড়কে মেসার্স রহমত ট্রেডার্সে এই চুরি হয়েছে।

ওই ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক রহমত উদ্দিন বলেন, দোকানের সাটারের তালা ভেঙে ফাইল কেবিনেট থেকে ৭ লক্ষ টাকাসহ ইসলামি ব্যাংক, অগ্রনী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, উওরা ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের চেকবই নিয়ে গেছে চোরেরা।

তিনি বলেন, সিসি টিভি ফুটেজে দেখা যায়, দোকানের সামনে হলুদ রঙের পিকআপ দাঁড় করিয়ে রেখে চোরের দল চুরি করে নিয়ে যায়। সকলের মুখ ঢাকা ছিল। থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন। তিনি বলেন, আমি দেখলাম। এরপর তদন্ত ও যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নিবো।

সম্প্রতি সৈয়দপুরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে শহরের বিভিন্ন এলাকায় বাসায় ও দোকানে চুরি হয়েছে। কাজীপাড়া এলাকায় গত রবিবার সিলারা নামে এক হিন্দু মহিলার বাসা থেকে টিউবওয়েল, রাইস কুকার এবং মঙ্গলবার পলাশ মাষ্টারের বাড়ি থেকে গ্যাসের চুলা, পানির পাপ, হাড়ি পাতিল চুরি হয়েছে। এরপর বৃহস্পতিবার ওই এলাকাতেই আবার আইজুলের বাড়ির সামনে রাখা ট্রাকটার থেকে চাকার টায়ার ও হাল চুরি করেছে চোরেরা। (ছবি আছে)

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন