রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ৮ই মার্চ সকাল এগারোটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাজারহাট উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। সময় উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ প্রমুখ। উক্ত আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের মাঝে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী মেয়েদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।