লালপুরে অবৈধ ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে অনুমোদন বিহীন একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের বিএসবি নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এসময় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দুয়ারিয়া ইউনিয়নের অবৈধভাবে লাইসেন্স বিহীন বিএসবি নামের ইটভাটায় অবৈধ ভাবে মাটি কেটে ইট প্রস্তুত ও ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ভাটায় ইট পোড়ানো কার্যক্রম বন্ধ করা হয়। অভিযান টের পেয়ে ভাটার মালিক ও ম্যানেজার পালিয়ে যায়।
ইউএনও আরো বলেন, উপজেলা ব্যাপী গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।