হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


হোমনা প্রতিনিধিঃ হোমনা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, রমজানে মাদক, জুয়া, চুরি,ডাকাতি রোধ, অতিরিক্ত দামে তৈরি পোষাক বিক্রি না করা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)আহাম্মেদ মোফাচ্ছের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহিদ উল্লাহ, থানার সেকেন্ড অফিসার মো. ইহসান প্রমুখ।