বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

মিস্টারকে সুস্থ করে বাড়ি পাঠালো ঘোড়াঘাটের একটি সেচ্ছাসেবী সংগঠন

মিস্টারকে সুস্থ করে বাড়ি পাঠালো ঘোড়াঘাটের একটি সেচ্ছাসেবী সংগঠন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ মানসিক ভারসাম্য হারানো মোহাম্মদ মিস্টার এক মাসের অধিক সময় পড়ে ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের অলিতে-গলিতে। কেউ খোঁজ নেয়নি তাঁর। অসহায় এই যুবককে ঠাই দিয়ে চিকিৎসা সেবা মাধ্যমে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এসেছে পৌর শহরের ১নং ওয়ার্ডের ‘মাদক,চুরি রোধ’ বিরোধী নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

রোববার মোহাম্মদ মিস্টারকে তার গ্রামের বাড়ি রাজশাহী গোকুল গ্রামে বাবা সামছুল আলমের কাছে পৌছে দেওয়া হয়।

২৬ বছরের মোহাম্মদ মিস্টার। জন্ম ভিটা রাজশাহীর তানর উপজেলার গোকুল গ্রাম। কাজের সন্ধানে ঢাকার কোনা বাড়িতে যেয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। অতিরিক্ত মাদক সেবনের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মিস্টার। মানসিক ভারসাম্য হারিয়ে মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যেতেন। আনুমানিক দুই মাস আগে গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় তিনি।

দেড় মাস ধরে পৌর শহরের অলিতে-গলিতে পড়ে থাকায়   ‘মাদক,চুরি রোধ বিরোধী’ সেচ্ছাসেবী সংগঠনটির নজরে আসে। পরে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ কে খবর দেন তাঁরা। সেসময় ওসি নাজমুল হকের সহযোগিতায় চিকিৎসা সেবা থেকে শুরু করে সার্বিক দেখাশোনার দায়িত্ব নেয় সংগঠনটি।

সংগঠনটির একজন সেচ্ছাসেবী জানান, এমন একটা পরিস্থিতি ছিলো গন্ধে উনার কাছে কেউ যাচ্ছে না। আমাদের আত্মীয় হলে তো আমরা ফেলে দিতে পারতাম না। সেই মানবিকতা থেকে আমরা তার দায়িত্ব নিয়েছি। আমাদের বন্ধুদের মধ্যে একজনের বাসায় এনে উনাকে গোসল করিয়েছি। নতুন কাপড় পড়িয়ে নিজেদের বাড়িতে থাকা-খাওয়ার ব্যবস্থা করিয়েছি।

টানা এক মাসের নিরলস পরিশ্রমের ফলে সুস্থ হয়ে উঠেন মিস্টার। সুস্থ হয়ে মিস্টার তাঁর বাড়ির ঠিকানা জানালে, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করেন। রোববার (১৯ ডিসেম্বর) আমরা তাঁকে তাঁর পরিবারের কাছে ফেরত দিয়ে আসি।

মিষ্টারের বাবা সামছুল আলম জানান, কয়েক বছর আগে কোনা বাড়িতে কাজের সন্ধানে যেয়ে আমার সন্তান মাদকাসক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মাঝে মাঝে সে বাড়ি থেকে চলে যেত আবার ফিরেও আসতো। অনেক চিকিৎসা করিয়েছি। এবার বাড়ি থেকে নিখোঁজ হবার পর আর তার খোঁজ মিলছিলো না। এভাবে সুস্থ অবস্থায় সন্তানকে ফিরে পাবো আশা করিনি।

এবিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, মানসিকতা ভারসাম্যহীন একটি ছেলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এমন খবর আমাকে জানানো হলে, সাথে সাথে ‘মাদক,চুরি রোধ’ বিরোধী নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ওই ছেলে উদ্ধার করা হয়। চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করা হয় এবং তাঁকে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, একমাস ধরে তাঁর সার্বিক খোঁজ খবর নিয়েছি। মানসিক ভারসাম্য হারানো একটি ছেলেকে সুস্থ করে তাঁকে তাঁর পরিবারের কাছে দিতে পেরে অনেক ভালো লাগছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন