এমজিএমসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচন সভাপতি রফিজুল সম্পাদক মোক্তার


পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে এমজিএমসিএল (মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচনে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম সভাপতি ও ব্যবস্থাপক (ইএন্ডজি) মুহাম্মদ মোক্তার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ব্যবস্থাপক (এআরএন্ডডি) কামরুজ্জামান হিমু সহসভাপতি, উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) মোঃ আশরাফুল আলম সহ-সাধারণ সম্পাদক, উপ-ব্যবস্থাপক (এমপিএন্ডএস) মোহাম্মদ রাশেদুল ইসলাম অর্থ সম্পাদক, সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা) মোঃ মিজানুর রহমান সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, সহকারী ব্যবস্থাপক (হিসাব) মোঃ রিপন মোল্লা কল্যাণ সম্পাদক, সহকারী প্রকৌশলী (ইউজিএম) মোঃ ইমরান হোসেন প্রচার, প্রকাশনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া সহকারী প্রকৌশলী (এমপি) মোঃ শাহীনুল ইসলাম পরিষদ সদস্য-১, ব্যবস্থাপক (এইচআরএম) মোঃ সালাউদ্দিন সরকার পরিষদ সদস্য-২ ও সহকারী প্রকৌশলী (পারচেজ) মোঃ হুজাইফা রহমান পরিষদ সদস্য-৩ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ‘এমজিএমসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন-২০২৪ নির্বাচন’ এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।