হোমনায় ব্যাপক আয়োজনে বিএনপির বর্ষবরণ


হোমনা প্রতিনিধিঃ হোমনায় ব্যাপক আয়োজনে বর্ষবরণ করেছে বিএনপি। এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি ও পরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কুমিল্লা বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সেক্রেটারী মোজাম্মেল হক মুকুল (ভিপি মুকলের) নেতৃত্বে পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সেক্রটারী মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. হানিফ মিয়া, সাইদুল হাসান শাহিন, মিজানুর রহমান, শাহআলম হিমেল, শেফালী বেগম, শাহজাহান মোল্লা চেয়ারম্যান, যুবদল নেতা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি অহিদ মোল্লা, ছাত্রদল নেতা সাজুদ্দিন শাজু প্রমুখ। এতে উপজেলা, পৌরসভা এবং সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সকলকে পান্তা-ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়।