ঘোড়াঘাটে ব্যাটারী চালিত ইজিবাইক ও মিশুক চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ


(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারি চালিত মালিক-শ্রমিক-চালক সোসাইটির উদ্যোগে ২’শ ১৬ জন চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৪টার দিকে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কার্যালয় থেকে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
মালিক-শ্রমিক-চালক সোসাইটির পৌর শাখার সভাপতি মাহফুজুল হক মাফুজ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক লাবু খানসহ আরও অনেকে উপস্থিত থেকে এ ঈদ সামগ্রী তুলে দেন।
এসময় চালকরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ঈদের আগে এই উপহার আমাদের জন্য অনেক উপকারে আসবে। এই উদ্যোগ সমাজের দরিদ্র ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোর একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন আয়োজকরা।
মালিক-শ্রমিক-চালক সোসাইটির, সভাপতি মাহফুজুল হক বলেন, ঈদকে ঘিরে কমিটির চালকদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। যেহেতু এটি একটি সামাজিক ও অলাভজনক সংগঠন, তাই নিজেদের অর্থায়নে এসব কার্যক্রম পরিচালিত হয়। আগামীতে সবার সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে এসব কার্যক্রম পরিচালিত করার আশা প্রকাশ করেন তিনি।