রাজারহাটে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কম্বল বিতরণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে ইউনিয়নের ডাংরারহাট বাজারের পাশ্ববর্তী তিস্তা নদীর তীরবর্তী ক্রোস বাঁধে এ কম্বল বিতরণ করেন তারা। বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান দুর্জয় সহ স্থানীয় ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার ডাংরারহাট বাজারে পাশ্ববর্তী তিস্তা নদীর পাড়ের নতুন বাঁধ এলাকা ঘুরে পরিদর্শন করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান দুর্জয় নতুন বাঁধে মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি করেন।