লালমনিরহাটে স্বাধীনতা দিবস পালিত


মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক এ এইচ এম রকিব হায়দার এসময় জেলা প্রশাসনের অন্যান্য কমকর্তাগন উপস্থিত ছিলেন। এদিকে
লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয়।
বুধবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে লালমনিরহাট জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও রেলওয়ে গণকবরে শহীদ সমাধিতে এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’’ পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও আরো শ্রদ্ধা নিবেদন করেন, কমানডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট’সহ সর্ব পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধান বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ লালমনিরহাট জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানার মোঃ নূরনবী, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ( ওসি) ডি বি সাদ আহমেদ, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম, ডিআইও-১, টিআই (প্রশাসন)’সহ জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।