হোমনায়২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


হোমনা প্রতিনিধিঃ হোমনায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ১৯৪৭ থেকে ২০২৪ সময়ে সংগঠিত বিভিন্ন গণআন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির ও আবদুল আউয়াল, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেন, থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক,হোমনা,সরকারি কলেজের প্রভাষক মো. মুহসিন মিয়া, দুলদলপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম শরিফ প্রমুখ।