শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি

ঘোড়াঘাটে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি

 (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি অভিযান চালিয়েছে। এ সময় মোটরসাইকেল, যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮ টায় পৌরশহরের তিন রাস্তার সংযোগ সড়কের ব্যস্ততম আজাদমোড় এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে সাথে নিয়ে বিশেষ এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন।

রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা। অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তিতে থাকতে পারবে।

বিশেষ এই চেকপোস্টে দেখা যায়, দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশস্ত করছেন। এছাড়াও মহাসড়কে বেপোরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্ক করার পাশাপাশি চেকপোস্টে গুরুত্ব দেওয়া হয়। মূলত অবৈধভাবে পার্কিং, হেলমেট ও লাইসেন্স এবং  ফিটনেসবিহীন গাড়িতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আগামী দিনগুলোতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনারোধে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী এমন কার্যক্রম চালু রাখবে। শুধু তাই নয়, অপরাধ দমনসহ যেনো অনভিজ্ঞ পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন