আদমদীঘিতে প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ১৫টি টিম এই টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ধুনট উপজেলা প্রশাসনকে পরাজিত করে আদমদীঘি উপজেলা প্রশাসন বিজয়ী হন। এই উপলে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাসুদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম প্রমূখ।