বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ
পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবতে বালিঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ। গতকাল বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আটুল দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠে এ সমাবেশে  সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আবুল হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতস সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশ এক গভীর নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণে একটি ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসমুক্ত,দূর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি ন্যায়ভিত্তিক, সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত এবং কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন,আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি, যখন সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায় ও অবিচারের আধিপত্য বাড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামকে সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করা। এজন্য আমাদেরকে  প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন বালিঘাটা  ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী,ইউনিয়ন সেক্রেটারি মোঃ নূর বক্স মন্ডল,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু ও ইউনিয়ন পেশাজীবি বিভাগের সেক্রেটারী মোঃ সাজেদুর রজমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন