শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি দপ্তর চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর।

পার্বতীপুর উপজেলা কৃষি দপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী রুবেল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাজেদুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আবু সুফিয়ান।

কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন