বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

থানার সেবা কার্যক্রম আরো জনমূখী ও প্রযুক্তিনির্ভর করা হবে লালমনিরহাটে অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব 

থানার সেবা কার্যক্রম আরো জনমূখী ও প্রযুক্তিনির্ভর করা হবে লালমনিরহাটে অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব 
লালমনিরহাট প্রতিনিধিঃ থানার সেবা কার্যক্রম আরো জনমুখী ও প্রযুক্তিনির্ভর করা হবে। থানায় আগত প্রতিটি মানুষ যেন, সম্মান ও সহানুভূতির সঙ্গে সেবা পায় সেটিই আমাদের মূল লক্ষ্য।  লালমনিরহাট সিভিল সার্জন অফিসে আয়োজিত  এক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে লালমনিরহাটে ২ দিনের সফরে এসে বৃহস্পতিবার ৮ মে ২০২৫ ইং তারিখ সকাল ১১ টায় লালমনিরহাট সদর থানা পরিদর্শন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেছেন, ভারত – পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে। যে কোন পরিস্থিতিতে পুলিশ কার্যক্রম ভূমিকা পালন করবে। অতিরিক্ত সচিব বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। এজন্য তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
এর আগে  সকাল ১১টার দিকে তিনি থানায় পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।  থানার ডিউটি অফিস, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা ও সিসিটিভি কন্ট্রোল রুমসহ পরিত্যক্ত যানবাহন গুলো ঘুরে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি পুলিশের সেবামূলক কার্যক্রম, সেবা কেন্দ্র এবং ব্যবস্থাপনাগত নানা দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,  লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) রাজিব প্রধান, লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, সহকারী পুলিশ সুপার ফজলুল হকসহ সদর থানার ওসি মোহাম্মদ নূুরনবীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তিনি লালমনিরহাট জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত  একটি সেমিনারের রিসোর্স পার্সন হিসেবে  ২ দিনের সফরে লালমনিরহাটে এসেছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন