শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরের বিরামপুর রেল ক্রচিং এ ট্রেন ও পাথরবাহী ট্রাকের সংঘর্ষে-২ জন নিহত

দিনাজপুরের বিরামপুর রেল ক্রচিং এ ট্রেন ও পাথরবাহী ট্রাকের সংঘর্ষে-২ জন নিহত

বিরামপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর ঘোড়াঘাট রেল গোমটি নামক স্থানে রেল কোচিং এ দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে। ঢাকা গামী একতা এক্সপ্রেস ট্রেন ও দশ চাকার পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে থাকা হেল্পার ঘটনা স্থলে নিহত হন। এবং ট্রাক চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন। নিহত হেলপারের নাম আরিফ,পিতা আশরাফুল ইসলাম,ভজনপুর তেতুলিয়া পঞ্চগড়। নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায় গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা টি ঘটে। ঢাকা গামী ট্রেন একতা এক্সপ্রেস বিরামপুর ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার মহুর্তেই রেললাইনে পাথর বাহি ট্রাক টিনউঠে যায় এবং মহুর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি।ট্রাকে থাকা চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয় এবং একজনকে মৃত পড়ে থাকতে দেখা যায়, ট্রেনের সামনের বেশ কিছু অংশ  ভেঙে যায়, রাতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন