লালমনিরহাটে বিশাল তাফসির মাহফিলে মুসলিমদের অমুসলিমদের সাথে উওম আচরণ করতে বললেন ড. মিজানুর রহমান আজহারী
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বিশাল তাফসির মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী বললেন, মুসলিমদের – অমুসলিমদের সাথে উওম আচরণ করতে । শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখ দুপুর ২ নাগাদ
বিশ্বনন্দিত ইসলামীক স্কলার ড. মিজানুর রহমান আজহারী- তাফসীরুল কুরআন মাহফিলে এসব কথা বলেছেন।
ওই দিন লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যান মাঠে ইসলামীক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে “মত ভেদ যার যার ইসলাম আমাদের সবার, অমুসলিম জনগোষ্ঠী ইসলামের কাছে আমানত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান মুফাসসির বিশ্বনন্দিত ইসলামীক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। দ্বিতীয় বক্তা লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী। আমন্ত্রিত মুফাসসির প্রখ্যাত ইসলামীক স্কলার মাওলানা জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর শুরা সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. আনোয়ারুল ইসলাম রাজু, স্পেশাল ট্রাইব্যুনাল (বিজিবি)র (সহকারী অ্যাটর্নি জেনারেল) স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোঃ মাহফুজার রহমান (ইলিয়াস), বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব মিলু। সভাপতিত্ব করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্জ আব্দুল হাকিম। এ সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী বৃহত্তর রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়ে ছিলেন।
মাহফিলের একদিন আগেও শত শত মুসল্লী মাঠে উপস্থিত হয়ে রাত যাপন করার দৃশ্যও দেখা গেছে।
অপরদিকে সকাল ১০ টা বাজার আগেই হাজার হাজার মুসল্লী তাফসির মাহফিলে উপস্থিত হয়। মুসল্লীদের জন্য মোট ৪ টি মাঠ প্রস্তুুত রাখা হলেও সকাল ১১ টা নাগাদ ওই মাঠ গুলো কানায় কানায় ভরে ওঠে । জনসমাগমের ব্যাপক উপস্থিতিতে আয়োজক কমিটি হিমসিমে পড়ে যায়।
ড. মিজানুর রহমান আজহারী দুপুর ২ টা নাগাদ মাহফিলে উপস্থিত হয়ে তাফসির শুরু করেন। তিনি দুপুর ২ টা থেকে প্রায় সাড়ে ৩ টা নাগাদ কোরআনের আলোচনা শেষে মোনাজাতের মধ্যদিয়ে তাফসির মাহফিল সমাপ্ত করেছেন।
সংশ্লিষ্ঠ সূএ জানায়,পুরুষদের মূল মাঠ সোহরাওয়ার্দী উদ্যান লালমনিরহাট ও ২য় মাঠ কালেক্টরেট ময়দান (এলইডির ব্যবস্থাপনায়) এবং ৩য় মাঠ সিপি স্কুল মাঠ (এলইডির ব্যবস্থাপনায়)। মহিলাদের মাঠ লালমনিরহাট স্টেডিয়াম (পর্দা ও এলইডির ব্যবস্থাপনায়) অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ঠ ব্যবসায়ী রেজা আহম্মেদ জানান, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছিলো, ইসলামীক সোসাইটি লালমনিরহাট। এছাড়াও
বৃহত্তর রংপুর বিভাগসহ লালমনিরহাট জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাফসীরুল কুরআন মাহফিল মাঠে উপস্থিত হয়েছিলো। তাদের জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠুভাবে হয়। সেজন্য মাহফিল ময়দানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা- রক্ষাকারী বাহিনী মোতায়েন করা ছিলো। মাহফিলে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মাঠের নিরাপত্তায় ছিলেন। জনসমাগমের উপস্থিতি ব্যাপক হলেও আইন- শৃঙ্খলাবাহিনী কঠোর ভাবে টহলজোড়দার অব্যহত রাখছিলো।