রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‘প্রতিবন্ধী খেলোয়াড়দের বিপক্ষে পাকিস্তানকে খেলানো উচিত’

‘প্রতিবন্ধী খেলোয়াড়দের বিপক্ষে পাকিস্তানকে খেলানো উচিত’

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সাম্প্রতিক সময়টা পক্ষে নেই পাকিস্তানের। একের পর এক ব্যর্থ হচ্ছে তারা। হারের বৃত্তে এমন ঘুরপাক খেতে থাকা পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন কামরান আকমল। দলের এমন পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায় দেখছেন সাবেক এই ক্রিকেটার।

চলমান নিউজিল্যান্ড সফরেও একই অবস্থা পাকিস্তানের। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ তারা। পাকিস্তানের একের পর এক হারে ক্ষুব্ধ কামরান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কড়া সমালোচনা করেছেন তিনি।

জাতীয় দলের অবস্থার উন্নতি করতে না পারলে নাকভিকে তার পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কামরান। তিনি বলেন, ‘এটা (পাকিস্তানের পারফরম্যান্স) বিব্রতকর। পিসিবি চেয়ারম্যানের বিবেচনা করা উচিত যে, যদি তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তার পদত্যাগ করা উচিত। নিজের সুনাম নষ্ট করবেন না। যদি আপনি তা না চান, তাহলে বর্তমান দলের অবস্থার উন্নতি করুন।’

পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সে বোলারদের বেশি দায় দেখছেন কামরান। তিনি বলেন, ‘যদি পাকিস্তানের বোলাররা এমন পিচে পারফর্ম করতে না পারে, তাহলে তারা কোথায় পারফর্ম করবে? এশিয়ায়, তারা বলে যে, বোলারদের জন্য কিছুই থাকে না (উইকেটে)। যেসব ভেন্যুতে কিছু করার সুযোগ থাকে, সেখানেও তারা কিছু করতে পারে না।’

‘আমাদের বিপক্ষে তাদের (প্রতিপক্ষ) কি প্রতিবন্ধী খেলোয়াড়দের খেলানো উচিত? আমরা আসলে জানিই না কোথায় বোলিং করতে হবে। এর অর্থ হলো পরিবর্তন আনতে হবে।’-যোগ করেন তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন