বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলে মানববন্ধন ও সমাবেশ

ফরহাদ খান, নড়াইল

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টার দিকে এসব কর্মসূচী পালিত হয়।

এ উপলক্ষে প্রথমে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন-সংগঠনের সহসভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডলসহ অনেকে।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবি বাস্তাবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। #

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন