শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিমার চমকের দিনে চারশ কোটি টাকার নিচে লেনদেন

বিমার চমকের দিনে চারশ কোটি টাকার নিচে লেনদেন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  বিমা, খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

শেয়ার বিক্রির চাপে লেনদেন ও লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। এর ফলে বুধবার দরপতনের পর আজ উত্থান হলো। এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০ কোটি টাকা আর আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪ কোটি টাকা। অর্থাৎ দুই পুঁজিবাজার মিলে চারশ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগের চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বাজারে শেয়ার বিক্রির চাপ বেশি ছিল কিন্তু তার বিপরীতে শেয়ার কেনার আদেশ কম ছিল। ফলে লেনদেন কম হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, এ দিন খাদ্য খাতের ২১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির। বিপরীতে কমেছে ৮টি, আর অপরিবর্তিত রয়েছে চার কোম্পানির শেয়ারের দাম। বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির। কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে বিমা, প্রকৌশল এবং বস্ত্র খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমেছে। ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৪টি প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৬৬৬ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। এ দিন দাম বেড়েছে মাত্র ৭২টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪২ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। তৃতীয় স্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। এর পরের তালিকায় যথাক্রমে রয়েছে– এমারেল্ড অয়েল, সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, রূপালী লাইফ, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, লীগেসি ফুটওয়্যার এবং আরডি ফুড লিমিটেডের শেয়ার। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির দাম। দিন শেষে সিএসইতে ৫ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৩০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ২৬১ টাকার শেয়ার ও ইউনিট।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন