বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন। এরদোয়ানের রাশিয়া সফরের লক্ষ্য শস্য চুক্তিপুনরুজ্জীবিত করা। এরদোয়ানের দলের একজন মুখপাত্র গতকাল সোমবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে।ক্ষমতাসীন একে পার্টির মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন খাদ্য সংকট এড়ানো যাবে।এর আগে দ্য ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে এরদোয়ান ৮ সেপ্টেম্বর পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের নিবিড় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।উল্লেখ্য, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল। গত মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন