বাংলাদেশ সফরের দলে বদল আনল নিউজিল্যান্ড
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কারো দুর্ভাগ্য কারো জন্য জন্য বয়ে আনে সৌভাগ্য। তেমনটিই হয়েছে নিউজিল্যান্ড দলে। ম্যাট হেনরির চোট নিল ওয়্যাগনারের জন্য এলো আশীর্বাদ হয়ে। এখনও সেরে উঠতে না পারায় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন হেনরি। দুই টেস্টের সিরিজের জন্য হেনরির বদলি হিসেবে হিসেবে ৩৭ বছর বয়সী বাঁহাতি পেসার ওয়্যাগনারকে দলে ডেকেছে কিউইরা। নিউ জিল্যান্ড ক্রিকেট বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে এই পরিবর্তনের কথা। বিশ্বকাপে গত ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান হেনরি। ৩১ বছর বয়সী পেসার পরে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য তিনি যথাসময়ে ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে আরেকবার স্ক্যানের পর দেখা যায়, তার পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে আরও। পিঠের চোটে নিউ জিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডের দুই রাউন্ডে খেলতে পারেননি ওয়্যাগনার। গত সপ্তাহে নর্দার্ন ডিসট্রিক্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬৩ টেস্টের সবশেষটি তিনি খেলেন গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে, নিউ জিল্যান্ডেরও সবশেষ টেস্ট সেটি। বাংলাদেশ সফরের জন্য শুরুতে ঘোষিত দলে তিনি ডাক পাননি। অবশেষে সুযোগ পেয়ে গেলেন সতীর্থের চোটে। বাংলাদেশ সফরের দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন বিশ্বকাপে। এখন দুবাইয়ে রিকভারি চলছে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ডের। আগামী সপ্তাহে তারা সিলেটে আসবে। দলের বাকিরা বাংলাদেশে আসবে আগামী মঙ্গলবার। ২৮ নভেম্বর সিলেটে শুরু প্রথম টেস্ট, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর।
নিউ জিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়ং, নিল ওয়্যাগনার।