মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন মাশরাফি

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন মাশরাফি
ফরহাদ খান, নড়াইলনির্বাচনী প্রচারণার প্রথম দিনে ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণার পর রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রথম নড়াইলে এলেন। এরপর মাশরাফি লোহাগড়া উপজেলার মধুমতি সেতু এলাকায় পথসভা করেন।

তিনি বলেন, পাঁচ বছর আগে নৌকা প্রতীক নিয়ে নড়াইলে আসার সময় এখানে ফেরিতে পার হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে দেশের প্রথম ৬ লেনের সেতু হয়েছে। আগামীতে আবারো নির্বাচিত হলে এলাকার আরো উন্নয়ন করব।

মাশরাফি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান। বিগত দিনে যেমন আপনারা আমাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন, এলাকার উন্নয়নে এবারো নৌকায় ভোট দিবেন। স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট দিবেন।

এছাড়া মাশরাফি লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড়, সিঅ্যান্ডবি চৌরাস্তা, উপজেলা পরিষদের সামনে বটতলা, এড়েন্দা বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান কয়েস, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী বশিরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, সহসভাপতি রোজিয়া সুলতানা চামেলী, লেবিয়া বেগমসহ অনেকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন