বুধবার, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সেনা অফিসার সেজে প্রতারণা, বিপুল অর্থ হারালেন অভিনেতা

সেনা অফিসার সেজে প্রতারণা, বিপুল অর্থ হারালেন অভিনেতা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক  : ভারতে সাইবার জগতে ক্রমেই অপরাধ ডালপালা ছড়াচ্ছে। এবার প্রতারণার শিকার হয়েছেন ৬৯ বছর বয়সী অভিনেতা রাকেশ বেদী। এই অভিনেতাকে সেনা অফিসার সেজে প্রতারণা করেন এক এক ব্যক্তি। আর এতেই ৮৫ হাজার টাকা হারিয়েছেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র এই অভিনেতা।আরও বেশি টাকা খুইয়ে ফেলতেন তিনি কিন্তু শেষ মুহূর্তে সতর্ক হওয়ায় বেঁচে যান প্রবীণ এই অভিনেতা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাকেশ তার পুণের একটি ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন একটি পোর্টালে। সেখান থেকে তার নম্বরে একজন ফোন করেন। গত ২৫ ডিসেম্বর ওই ফোন পান বর্ষীয়ান এই অভিনেতা। ফোনে তাকে জানান, তিনি একজন সেনা কর্মকর্তা। নিজের বক্তব্যের সপক্ষে নকল আইডি কার্ড ও উর্দি পরা ছবিও দেখান। এর পর তিনি রাকেশকে ৫০ হাজার টাকা অগ্রিম পাঠিয়েছেন বলে জানান।শাহরুখের সঙ্গে রোম্যান্স, শুটিংয়ে কেঁদে ফেলতেন রানি বিয়ে করেই মালাইকাকে ‘আনফলো’ করলেন আরবাজ তখন রাকেশ কোনো টাকা পাননি বলে জানান। এর পর ফোন করে ওই ব্যক্তি রাকেশকে বোঝান, যেহেতু এটি ভারতীয় সেনার অ্যাকাউন্ট, দুই অ্যাকাউন্টে এক ব্যালেন্স থাকা দরকার। সে কারণে রাকেশ যেন আগে ৫০ হাজার টাকা পাঠান। অভিনেতা তাই করেন। এর পর তাকে ভুল বুঝিয়ে ফের দুবার ২৫ হাজার ও ১০ হাজার টাকাও পাঠাতে বলে প্রতারক। তিনি সেই টাকাও পাঠিয়ে দেন। সব মিলিয়ে ৮৫ হাজার টাকা পাঠান।এর পরই টনক নড়ে রাকেশের। তিনি দেখতে পান উলটো দিক থেকে কোনো টাকাই পাঠানো হয়নি। সন্দেহ হলে তিনি চাপ দিতে থাকেন টাকা পাঠানোর জন্য। তখন সব রকম যোগাযোগ ছিন্ন করে দেয় প্রতারক। পরে গত ৩০ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন এই অভিনেতা। এ নিয়ে পুলিশ তদন্তও শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন