শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পালন হবে পবিত্র ঈদ-উল-ফিতর।

 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই  মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।

 

এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ফিলিপাইন, ব্রুনেই ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

 

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে  শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

 

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদ্‌যাপন করবেন বাংলাদেশের মানুষ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন