শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খাবার দিতে দেরি হওয়ায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খাবার দিতে দেরি হওয়ায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে শ্যামলী নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছেলের নাম রতন। তিনি ওই এলাকার আনিছুর রহমানের ছেলে। নিহতের মামা মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শ্যামলী আমার ভাগনি। তার ছেলের মাথায় একটু সমস্যা রয়েছে। বুধবার বিকেলে রতন মায়ের কাছে খাবার চায়। খাবার দিতে দেরি হওয়ায় মায়ের সাথে রতনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রতন বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। তিনি বলেন, রতনের লাঠির আঘাতে শ্যামলী গুরুতর আহত হয়। পরে তাকে পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ রতনকে আটক করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।মহেশপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনার পর রাত ৯টার দিকে অভিযুক্ত রতনকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন