শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সিএনজির যাত্রী সেজে ছিনতাই করতেন তারা, অবশেষে কারাগারে

সিএনজির যাত্রী সেজে ছিনতাই করতেন তারা, অবশেষে কারাগারে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে যাত্রী সেজে ছিনতাই চক্রের দুই সদস্যকে হাতেনাতে ধরে র‍্যাবের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। রোববার বিকেলে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাদের র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়। সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন— চক্রের মূলহোতা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আদর্শগ্রামের হুসেন মিয়া (৪৬) ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের বাইসারী গ্রামের মো. রফিকুল ইসলাম (৩২)। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাই, দস্যুতার সাথে যুক্ত। তারা যাত্রী বেশে বিভিন্ন সিএনজিতে উঠে ছিনতাই করে।  র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ ঢাকা পোস্টকে বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে যাত্রী সেজে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন