বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বুয়েটে ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশ

বুয়েটে ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) বুয়েটের ওয়েবসাইটে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, বুয়েট ক্যাম্পাসে আগামী ২০ মে ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী পর্ব ও ১০ জুন চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পর্ব দুই শিফটে অনুষ্ঠিত হবে।

প্রথম শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেবেন যারা

দ্বিতীয় শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেবেন যারা

দুই শিফট সকাল ১০টা ও বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ হাজার শিক্ষার্থী। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের দশমিক ২৫ শতাংশ নম্বর কেটে নেয়া হবে। ২৭ মে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট।

আগামী ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাদের মধ্য থেকে উত্তীর্ণ ১ হাজার ৩০৯ শিক্ষার্থী (৪টি সংরক্ষিত আসনসহ) বুয়েটে ভর্তির সুযোগ পাবেন।

এবার বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল গত ১ মার্চ সকাল ১০টা থেকে। আবেদনের সময় শেষ হয় ১২ মার্চ বিকেল ৩টায়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন