শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বেসরকারি উন্নয়ন সংস্থায় ২৬৬ জনের চাকরি, বেশি পদ মাঠ সংগঠকের

বেসরকারি উন্নয়ন সংস্থায় ২৬৬ জনের চাকরি, বেশি পদ মাঠ সংগঠকের

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা বাসা ফাউন্ডেশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ পদে ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এক নজরে বাসা ফাউন্ডেশনে বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম
বাসা ফাউন্ডেশন
চাকরির ধরন
প্রকাশের তারিখ
উল্লেখ নেই
পদ ও লোকবল
৬টি ও ২৬৬ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অফলাইন/ই-মেইল
আবেদন শুরুর তারিখ
চলমান
আবেদনের শেষ তারিখ
১৫ সেপ্টেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

১। পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)। পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: এমএ/এমকম/এমএসসি/এমএসএস/এমবিএ। পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৩ বছর। আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ৬টি শাখা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০/- টাকা। ৬ মাস পর ৪২,০০০ টাকা।

২। পদের নাম: ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা (ঋণ কর্মসূচি)। পদ সংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: বিকম (অনার্স) সহ এমকম (হিসাব বিজ্ঞান)/ সিএসিসি পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহে হিসাব বিভাগে কমপক্ষে ৩ (তিন) বছর হিসাব রক্ষক হিসেবে চাকরির বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৫,০০০ টাকা।

৩। পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)। পদ সংখ্যা: ২৫টি। শিক্ষাগত যোগ্যতা: এমএ/এমকম/এমএসসি/এমএসএস/এমবিএ পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৩ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে চাকরির বাস্তব অভিজ্ঞতা। তবে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত গ্রহণযোগ্য হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩১,০০০ টাকা। ৬ মাস পর ৩৩,০০০ টাকা।

৪। পদের নাম: সুপারভাইজার (ঋণ কর্মসূচি)। পদ সংখ্যা: ৬০টি। শিক্ষাগত যোগ্যতা: এমএ/এমকম/এমএসসি/এমএসএস/এমবিএ। পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ১ বছর মাঠ সংগঠক হিসেবে চাকরির বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,০০০ টাকা। ৬ মাস পর ২৫,০০০ টাকা।

৫। পদের নাম: মাঠ সংগঠক- গ্রেড ০২ (ঋণ কর্মসূচি)। পদ সংখ্যা: ৭০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৮,০০০ টাকা। ৬ মাস পর ২০,০০০ টাকা।

৬। পদের নাম: মাঠ সংগঠক- গ্রেড ০৩ (ঋণ কর্মসূচি)। পদ সংখ্যা: ১০০টি। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / সমমান।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬,০০০ টাকা। ৬ মাস পর ১৮,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: সন্তোষজনকভাবে ৬ মাস শিক্ষানবীশকাল অতিক্রম শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরে দুটি উৎসব বোনাস ও বৈশাখী বোনাসসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন ।

প্রয়োজনী যোগ্যতা ও অভিজ্ঞতা: আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকদের ক্ষেত্রে মটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। মটরসাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নংসহ জীবন বৃত্তান্ত, দুই জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ সমূহের সত্যায়িত ফটোকপি, চাকরির অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে।

ঠিকানা: ‘‘হাউজ নং- ৪২, রোড নং- ০৪, প্রিয়াংকা রানওয়ে সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা ঢাকা-১২৩০ ‘’। এছাড়া অনলাইনে hr.basafoundation@gmail.com আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল কাগজ পত্র সংযুক্ত করাসহ পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৩।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন