ইসরায়েলের সঙ্গে যোগাযোগ, পালিয়ে গেলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের জেরে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি লিবিয়া। কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় মন্ত্রীর বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লিবিয়াজুড়ে।ফিলিস্তিনি অধিকারের কট্টর সমর্থক লিবিয়া কখনই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ফলে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোয়েনের সঙ্গে দেখা করেছেন– এ খবর জানাজানি হওয়ার পর লিবিয়ায় সহিংস বিক্ষোভ শুরু হয়।লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উৎফুল্ল প্রতিক্রিয়া দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লিবীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক স্থাপনের পথে প্রথম এবং ঐতিহাসিক একটি পদেক্ষপ। এদিকে গত সপ্তাহে রোমে এ বৈঠকের কথা প্রকাশ হওয়ার পর রাজধানী ত্রিপলিসহ লিবিয়ার বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী পালিয়ে তুরস্কে আশ্রয় নেন।