মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের চেহারা, কী পরিবর্তন আসছে?

বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের চেহারা, কী পরিবর্তন আসছে?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং মাধ্যম হোয়াটসঅ্যাপ। এছাড়া প্রতিনিয়ত নিজেকে আপডেট করে জনপ্রিয়তা ধরে রেখেছে মেটার মালিকানাধীন এই মেসেজিং মাধ্যমটি। তবে এবার হোয়াটসঅ্যাপের ফার্স্ট লুক!

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেভাবে হোয়াটসঅ্যাপকে দেখতে অভ্যস্ত, শিগগিরই তা বদলে যাচ্ছে। নতুন ডিজাইনে উপরের বারটির রং পরিবর্তন হয়ে সাদা করা হবে। বাকি বিষয়গুলো দেখাবে সবুজ রঙের। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বিটা ভার্সান ২.২৩.১৮.১৮-এ এই নতুন ডিজাইনটি পরীক্ষামূলক চালুও হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ডিজাইনটি পাওয়া যাচ্ছে। তবে সবার জন্য এটি কবে আসছে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। সম্প্রতি প্রকাশ্যে আসা হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইনের স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে, উপরের বারটির রং হয়ে গেছে সাদা। আবার নেভিগেশন বারটি জায়গা পেয়েছে অ্যাপের নিচের দিকে। গুগলের নতুন মেটেরিয়াল ডিজাইজের গাইডলাইনকে মাথায় রেখেই এই পরিবর্তন করা হচ্ছে বলেও মনে করা হচ্ছে। জানা গেছে, সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আগে এতে আরও কিছু পরিবর্তন আনা হতে পারে বলেও শোনা যাচ্ছে। সম্প্রতি এআই স্টিকার বানানোর ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। ইউজাররা নিজেদের পছন্দমতো এআই স্টিকার বানিয়ে নিতে পারবেন। আবার এই প্ল্যাটফর্ম থেকে এইচডি কোয়ালিটির ছবি ও ভিডিও-ও পাঠানো যাবে। এবার বদলে যাচ্ছে মেসেজিং অ্যাপের লুকও।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন