মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কুকুর বিক্রি নিয়ে বিতর্ক, তিনজনকে গুলি করে হত্যা

কুকুর বিক্রি নিয়ে বিতর্ক, তিনজনকে গুলি করে হত্যা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কুকুর বিক্রি নিয়ে বিতর্কের জেরে এক শিশুসহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

এনডিটিভি জানিয়েছে, জ্যাকসনভিল শেরিফ অফিসের সহকারি প্রধান জেডি স্ট্রনকো বলেন, গত শনিবার রাতে এক শিশুসহ পাঁচজন রাত ১০ টার দিকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রবেশ করে। সেখানে কুকুর বিক্রি করে এমন কয়েজনের সাথে কথা বলতে যান তারা। কথা বলার এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। ওই সময় একজন গুলি চালালে ৩ জন নিহত ও একজন আহত হন। ওই অফিস সহকারী আরও জানান, লোকগুলো অ্যাপার্টমেন্টে কুকুর কিনতে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। তিনি আরও বলেন, জীবিত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশকে বলেছেন, তারা দুই ব্যক্তিকে একটি কালো সেডানে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন।

অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা রাচেল বলেন, তিনি বিছানায় শুয়েছিলেন, হঠাৎ পাঁচ-ছয় রাউন্ড গুলির শব্দ ও চিৎকার-চেঁচামেচি শুনতে পান তিনি।   এ ঘটনায় একটি মামলা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন