শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কাপাসিয়ায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমে উদ্বোধন

কাপাসিয়ায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমে উদ্বোধন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :   পিপিআর নির্মল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারাদেশে এক যোগে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল ভেড়ার পিপিআর রোগের টিকা কার্যক্রম ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে কড়িহাতা ইউনিয়ন ২নং ওয়ার্ড তরুণ গ্রামের নতুন বাজারে সংলগ্ন মাঠে পিপিআর টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমানুল্লাহ শেখ ইমু কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মুজিবুর রহমান মজি, সাধারণ সম্পাদক আহছাব মোল্লা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও ছাগল ভেড়া পালন খামারিরা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্ম উপস্থিত ছিলেন।

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া জানান বিনামূল্যে পিপিআর রোগ নির্মল টিকার কার্যক্রম সারা দেশব্যাপী একযোগে পরিচালিত হবে তারই অংশ হিসেবে অংশ হিসাবে শনিবার সকালে টিকা কার্যক্রম শুরু করা হয়। প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা ১১টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ছাগল ভেড়ার টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত পিপিআর টিকার কার্যক্রম ৯ অক্টোবর পর্যন্ত চলবে।

সিমিন হোসেন রিমি এমপি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর বিগত ৫০ বছরের রেকর্ড ভাঙে এ টিকার মাধ্যমে দেশকে পিপিরমুক্ত করতে চায়। আপনারা সবায় এ কাজে সহযোগিতা করবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন