শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন: জেলা প্রশাসক

পার্বতীপুরে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন: জেলা প্রশাসক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আয়োজিত উত্তরাঞ্চলের বৃহৎ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। রোববার বেলা ১টার দিকে পার্বতীপুরে অবস্থিত মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর চম্পাতলী (ভবের বাজার) বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ পার্বতীপুরের সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, সাধারণ সম্পাদক দীপেষ চন্দ্র রায়সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ পূজা মন্ডপে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে রোবোটিক্স পদ্ধতিতে অশুরের বধ থেকে শুরু করে সম্পূর্ণ ঘটনা প্রদর্শনের আয়োজন করা হয়। আধুনিকতার ছোয়ায় তৈরী এ প্রতীমা দেখতে স্থানীয়রা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা লোকজনের আগমন ঘটে। এতে উৎসব মূখর পরিবেশে জনসমূদ্রে পরিনত হয় এলাকাটি। সনাতন ধর্মালম্বী ছাড়াও দূরদূরান্ত থেকে আগত ভক্ত অনুরাগী, দর্শনার্থী ও আয়োজক কমিটির সাথে মতবিনিময় শেষে রোবোটিক্স পদ্ধতিতে প্রদর্শিত বিভিন্ন কার্যক্রম উপভোগ করেন জেলা প্রশাসক ।
দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, শেষদিন পর্যন্ত পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা কাজ করছেন। প্রতিবারের মতো এবারেও সফলভাবে পূজার সকল কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন