মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাইফকে কেন বিয়ে করেছিলেন কারিনা, জানালেন ‘আসল’ সত‍্যি

সাইফকে কেন বিয়ে করেছিলেন কারিনা, জানালেন ‘আসল’ সত‍্যি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অন‍্যতম সেরা জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। যদিও তার আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন দু’জনে। কারিনার কথায় সেই সম্পর্কে বেশ ভালোই ছিলেন তারা। তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন কেন তারা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে গোপন কথা ফাঁস করেছেন বেবো।

ভারতীয় একটি সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে কারিনা জানিয়েছেন সাইফ এবং তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। তাই মূলত সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।কারিনার কথায়, সাইফ আর আমি পাঁচ বছর একসঙ্গে ছিলাম। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম।

২০১৬ সালে সাইফ এবং কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়।

সাক্ষাত্‍কারে বেবো এও জানান তিনি এবং তার স্বামী সাইফ কীভাবে তাদের সন্তানদের বড় করে তুলছেন। কারিনা বলেন, তিনি তাঁর সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর এবং জেহর ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন