সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হাসতে হাসতে চোখে পানি আসে কেন?

হাসতে হাসতে চোখে পানি আসে কেন?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হাসি আমাদের আনন্দ প্রকাশ করে, কান্না প্রকাশ করে বেদনা। তবে কখনো সুখের কান্নাও হয়, সে প্রসঙ্গে যাচ্ছি না। কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে, হাসলে কিন্তু নয়। কিন্তু কখনো কখনো এমন হয়, হাসতে হাসতেই আপনার চোখে পানি এসে যাচ্ছে। মিলে গেছে না? এরকমটা শুধু আপনি নন, অনেকের ক্ষেত্রেই ঘটে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন