শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

৩ ঘণ্টার আগুনে পুড়ল কোটি টাকার মালামাল, নিঃস্ব ৩০ ব্যবসায়ী

৩ ঘণ্টার আগুনে পুড়ল কোটি টাকার মালামাল, নিঃস্ব ৩০ ব্যবসায়ী

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ৩ ঘণ্টার আগুনের তাণ্ডবে নিঃস্ব হয়েছেন চৌমুহনীর ৩০ ব্যবসায়ী। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫০ দোকানী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ব্যবসায়ীদের দাবি- আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শুরু হওয়া চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে রাত ১১টায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পানি সংকট ও ঘনবসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫০ দোকানী। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে । ভূঞা হোসিয়ারির স্বত্বাধিকারী অয়ন ভূঞা ঢাকা পোস্টকে বলেন, আমরাসহ ৩০ ব্যবসায়ী পুরো নিঃস্ব হয়ে গেছি। আমাদের একটা সুতাও বাঁচাতে পারি নাই। সব মিলিয়ে কাপড়, কসমেটিকস, স্বর্ণ, কুটিরশিল্প, ইলেকট্রনিকসসহ প্রায় ৫০ দোকানী ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেনবাগ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সোনাইমুড়ী, মাইজদী, ফেনীসহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন