বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফেনীতে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৩ মার্চ) ভোরে পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– ডিকেবি গ্যাংয়ের প্রধান দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামের মো. ফজলুল করিম নিলয় (২৩), সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের মো. আশরাফুল হাসান সিহাব (২২), সদর উপজেলার বারাহীপুর এলাকার আকিব ইমতিয়াজ (২২), শহরের পুলিশ কোয়ার্টার এলাকার মো. সুজন (২০), দাগনভূঞা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল হান্নান অমিত (২৩) ও সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মোতালেব হোসেন (২২)। র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তাররা দেশীয় অস্ত্র নিয়ে ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিকেবি নামক কিশোর গ্যাংয়ের প্রধানসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি স্টিলের ফোল্ডিং চাকু ও গাঁজা উদ্ধার করা হয়। ফেনীর র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ফেনী রেলওয়ে স্টেশন, শহরের বিভিন্ন রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে দুই জনের বিরুদ্ধে থানায় একটি করে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন