বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খাগড়াছড়িতে নতুন করে আরো অনেক এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদূ সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়িতে নতুন করে আরো অনেক এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদূ সড়কে যান চলাচল বন্ধ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী ও দিঘীনালা উপজেলার মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে দিঘী নালা মেরুং-লংগদু সড়ক পানিতে ডুবে গেছে। ফলে এ সড়ক মঙ্গলবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মেরুং ইউনিয়নের একমাত্র বাজারটিও এখন পানির নিচে। জেলা সদর ও দিঘীনালা উপজেলার কবাখালী, মেরুং ও ছয় শতাধিক বাড়ি-ঘর পানিতে প্লাবিত। দিঘীনালা উপজেলার ইউএনও আরফাতুল আলম জানান, মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত। এখানে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে ১০০টি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সুপেয় পানি ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে জেলা সদরে চেঙ্গী নদীর পানি আরও বেড়ে নতুন করে গঞ্জপাড়া, ফুটবিল,গোলাবাড়ি এলাকা প্লাবিত হয়েছে। জেলার শালবাগান, কুমিল্লাটিলা, সবুজবাগ, ইসলামপুসহ বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ জেলায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন