মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ফেনীতে ছয়জন নিহতের ঘটনায় গেটম্যান গ্রেপ্তার

ফেনীতে ছয়জন নিহতের ঘটনায় গেটম্যান গ্রেপ্তার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফেনীর ফাজিলপুর মুহুরীগঞ্জে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় লেভেলjরবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন বালুমহাল এলাকায় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি অন্তত ১০০ মিটার সামনে গিয়ে পড়ে। এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গেটম্যান ঘটনাস্থলে ছিলেন না। ফলে ওইসময় সিগন্যাল বারটি ফেলা হয়নি। এ কারণে ট্রাকটি বিনা বাধায় রেললাইনে ওঠে পড়ে। এরপর দ্রুতগতির ট্রেন ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনাস্থলের লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মো. সাইফুল ইসলাম এবং মো. রাশেদকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন