বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সেনবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

সেনবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  সেনবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. খুরশিদ আলম (৫৮) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নিহতের ছেলে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক তিনজনকে গ্রেপ্তার করে। এর আগে সকালে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টারের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত খুরশিদ আলম বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন একই বাড়ির মো. শহীদুল্লাহ (৬৫), তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ছেলের বউ ফোরকানের নেছা (৩৩)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. শহীদুল্লাহ সোমবার দিবাগত রাতে তাদের টয়লেটের ময়লা খুরশিদ আলমের বাড়ির কাছে ফেলে। পরে খুরশিদ আলম ঘুম থেকে উঠে এ ময়লা দেখে বকাঝকা করে। এ নিয়ে একই বাড়ির মো. শহীদুল্লাহ ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় শহীদুল্লাহ ও তার পরিবারের লোকজনের লাঠির আঘাতে মো. খুরশিদ আলম ঘটনাস্থলেই মারা যান। সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের ছেলে পলাশ বাদী হয়ে একটি হত্যা মামলার দায়ের করে। । আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন