কুলাউড়ায় ভোক্তার অভিযানে ২ প্রতিষ্টানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে ২টি প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। বৃহস্পতিবার (২ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের একটি টিমের সহায়তায় বাজার তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারে অবস্থিত সৈয়দ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও মেসার্স মেডিসিন হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, আজকের অভিযানে ২টি প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিতের লক্ষে জেলা ব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।