বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আনন্দোলনের আহত ও শহীদদের স্বরণে স্মরণসভা এবং দোয়া অনুষ্ঠান
বিরামপুর প্রতিনিধী: দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় স্মরণসভায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্থানীয় সুধীজন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় স্মরণসভায় আন্দোলনে আহত ও নিহতদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা ওইসময়ে নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া সকল ধরনের নির্যাতনের স্মৃতি তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)মীজ নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, বিরামপুর থানার (তদন্ত) মমিনুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন ও সায়েবীন আলম, জুলাই-আগস্টৈ অভ্যুত্থানে গুলিতে চোখ হারানো রশিদুল ইসলাম,
জুলাই- আগস্টে গুলিতে আহত বাদশাহ মোহাম্মদ নাজ্জাসীর পিতা শামসুজ্জামান তপন, গাজীপুরের শফীপুরে গুলিতে আহত রিক্সাচালক গোলজার হোসেন প্রমূখ।
পরে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।